অতি শীগ্রই বন্ধ হচ্ছে ডুল্যান্সার । গোপন সূত্রে জানা , এর মালিক তার প্রয়োজনীয় টাকা লাভ করায় এখন এটি বন্ধ করে দিচ্ছে । কিন্তু এতে ধরা খাচ্ছে অতি সহজে মুনাফালোভী কিছু মানুষ ।মালিকের অবশ্য কোন লোকশান হয়নি । সে ঠিকই কয়েক কোটি টাকা লাভ করে নিয়েছে । বিস্তারিত জানার জন্য অপেক্ষায় থাকুন।তবে এই সাইট বন্ধ করে এরকম আরও কয়েকটি সাইট নিয়ে নাকি ডুল্যান্সার কতৃপক্ষ আসছে।
উল্লেখ্য, যে ডুল্যান্সারের বিপক্ষে গত কয়েকদিন আগে টেকপৃথিবীতে লিখা একটি আর্টিকল ( http://techprithibi.com/jabedmorshed/934 )প্রচুর আলোড়ন সৃষ্টি করলেও অনেকই এর পক্ষে যুক্তি দিয়েছিলেন ।
কিন্তু বুঝা উচিত এসব কোম্পানী তাদের ক্লাইন্ট বাড়ানোর জন্য প্রথম দিকের কিছু ব্যবহারকারীদের কিছু লাভ দিয়ে থাকে ।তবে ৩০-৪০% তাদের অর্ধেক টাকা পায় ,বাকী সবাই লাভ তো দুরের কথা মূল টাকাটাই পায়না ।কারন ,তার আগেই সে টাকাটি নিয়ে ভাগে ।
যেমন-আপনি রেজি. এর সময় টাকা দিচ্ছেন এবং আপানাকে সে টাকা দিচ্ছে ক্লিক এর মাধ্যমে ।সে কিন্তু ক্লিকের কাজটি অন্যের কাছ থেকে আনছে।অর্থাত,সে আপনার টাকা + আপনি ক্লিক যে করছেন তার টাকা সবই পাচ্ছে কিন্তু সে আপনাকে সে ক্লিকের মাধ্যমে যে টাকা পাইছে ,সেটাই দিচ্ছে । একজন ফ্রিল্যান্সার হিসাবে এটি কখনও আপনার জন্য ভাল কাজ নয় । এই কাজ করে আপনি বেশী দূর যেতেও পারবেন না + শিখতেও পারবেন না । মূলবান সময় নষ্ট করে আপনি অলস হয়ে যাবেন। এসব কাজ না করে এই সময় দিয়ে ভাল কিছু শিখে আপনি মাকের্টপ্লেস এ ভাল কাজ করতে পারবেন ।
DoLancer নিয়ে বিতর্ক চাঙ্গা থাকতেই একই রকম আরেকটি সাইট আসার খবর পেলাম, এবং এই অপকর্মটিও আমাদের বাংলাদেশ থেকেই কিউ করেছেন। সাইটটির নাম skylancers.com. এখনো অনলাইনে আসে নাই তবে ফেইসবুকে প্রচারণা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলায় আমাকে আউটসোর্সিং কি সেটা আমি জানি না বলে দাবী করলো। তিনি এমন জানেন এবং কি তাদের উদ্দেশ্য সেটা তাদের বিজনেস প্ল্যান নিয়ে তাদেরই লেখা নোট থেকে জানতে পারবেন, আশা করি বুদ্ধিমান সকলেই বুঝে যাবেন এটা কোন ফ্রিল্যান্সিং সাইট নাকি MLM সাইট।
আশা করি কেউ এদের ফাঁদে পা দেবেন না। ধন্যবাদ।
মুক্তকন্ঠ নামক একটি সাইট থেকে পাওয়া আরও কিছু তথ্য
এটি নাকি আমেরিকান কোম্পানি ?
আবার মিথ্যাচার। এই কোম্পানির জন্ম হয়েছে ঢাকার মিরপুরের জনৈক ব্যক্তির ঔরসে। তবে ইনি সম্ভবত আমেরিকায় থাকেন। আরেকটা বিষয় ভাবুন, সদস্য ফি ১০০ ডলার। অথচ সেটা নেওয়া হয় বাংলাদেশি টাকায় ৭০০০ টাকা। ইউএস ডলাদের বর্তমান বাজার দর ৭৪-৭৫ টাকা, সেই হিসেবে ১০০ ডলার হওয়ার কথা ৭৪০০-৭৫০০ টাকা! বাকি টাকা কি সাহেব তার পকেট থেকে দেন? আরেকটা বিষয়, এই সাইটের ৯৯.১% ভিজিটর বাংলাদেশ থেকে!
আপসোস দেশের মানুষকেই বাশ দিচ্ছে । ওদের যদি এতই জনপ্রিয়তা তাহলে আর্ন্তজাতিক বাজারে যায় না কেন ?
Dolancer.com: MLM প্রতারনার ফাঁদ!
Dolancer.com, unipay2 speakasia আর একটি MLM Company. তারা outsourcing নামে MLM ফাঁদ পেতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের website এর statics অনুযায়ী তাদের বর্তমান member সংখ্যা 47800 (Screenshot of 04-12-2011 ). Dolancer এর Registration Fee $100 USD (7,000 টাকা). তারা Registration থেকে আয় করেছে 47800×7000=334,600,000 (প্রায় 33 কোটি টাকার অধিক). তাদের আর একটি টাকা নেবার ধান্ধা হচ্ছে website leasing নামক একটা মাধ্যম। এক একটি website leasing দাম $1,000 USD থেকে $50,000 USD. যদি Registration member এর 5 শতাংশ website leasing নেয় তাহলে, 47800 এর 5% = 2,390 জন। 2,390 জন কমপক্ষে $1,000 USD (70,000 টাকা) করে একটা website leasing নেয়, তার পরিমান দাড়ায় 167,300,000 (প্রায় 16 কোটি টাকার অধিক).
Dolancer.com, তারা 12 বছর ধরে outsourcing & Website leasing marketplace ব্যবসা চালাচ্ছে। যারা outsourcing সাথে যুক্ত বা outsourcing সম্পর্কে জানেন, তারা oDesk.com, eLance.com, Freelancer.com এবং আরো অনেক outsourcing marketplace বা Web platform ব্যাপারে জেনে থাকবেন। outsourcing marketplace বা Web platform চালু কারতে হলে অবশ্য একটা domain এর under একটা website বা Web platform চালু কারতে হয়। আর সেটার বয়স র্নিধারণ হয় আর domain Registration বা creation এর date থেকে। যেমন oDesk.com এর domain Registration বা creation date 2002-08-31 (http://who.is/whois/oDesk.com ), oDesk.com বয়স 9 বছর এর বেশি হতে পারে না। Web platform যদি না থাকে Buy এরা কোথায় কাজ দিবে আর Provider এরা কথা হতে কাজ পাবে। Dolancer.com এর domain Registration বা creation date 2011-02-20 (http://who.is/whois/dolancer.com )। Dolancer.com এখন থেকে 9 মাস আগে শুরু হয়েছে। তারা কিভাবে 12 বছর বলচ্ছে আমার বধগম্য হচ্ছে না।
Dolancer.com $100 USD (7,000 টাকা) দিয়ে member হলে, member রা Click to Earn (PTC – Paid to Click) এর মাধ্যমে প্রতিদিন 100 মত Click বা website 30sec এর জন্য visit করে $1 USD আয় করতে পারবেন। কিন্তু এটি একটি Impossible business model. কারণ পৃথিবীর কোন Buyer বা Advertiser তাদের website 30sec এর visit জন্য $0.01 USD pay করবে না। কারণ সবকিছুর্ একটা সম্যবস্থা আছে। Buyer বা Advertiser যদি আয় না করে তাহলে সে কেন $0.01 USD খরচ করবে। আর এ ধরনের PTC দারা Buyer বা Advertiser আয় বা লাভ হয় না। আর যদি ও সব Website Google AdSense ও ব্যবহার করে তাহলেও $0.01 USD আয় করা সম্ভব নয়। যারা Google AdSense নিয়ে কাজ করেন, তারা আশা করি ভাল ভাবে বুঝবেন। Dolancer.com কে যদি Buyer বা Advertiser কোন pay না করে তাহলে তারা কিভাবে member দের টাক দিবে বা দিচ্ছে? এ বিষয়ে পরে আমি বিস্তারিত বলছি। $100 USD ছাড়া আরো দুটি membership package আছে $300 USD ও $500 USD, সে ক্ষেত্রে Click এর সংখ্যা 300 ও 500। আর যে গুলা Website Click বা visit করছে member রা সব গুলা fake (Screenshot ). যেমন: http://www.articlecache.uni.cc/ , http://www.articlebeach.co.tv/।
Dolancer.com আর একটি option হচ্ছে website leasing. যেমন http://www.cellphoneshield.info/ এর website leasing মূল্য $1,000 USD (Screenshot ). যার Page Rank : 2, Daily Visitor : 3621 এবং Daily Income : $15.27 USD. এখন বিষয় গুলা check করি। আমি যখন Website টা visit করি Website বন্ধ ছিল। এখন Page Rank check করি: (http://www.prchecker.info/check_page_rank.php) (Screenshot ) এ্ Website এর Page Rank: 0। এ domain টার Registration বা creation date 2011-11-22 (http://who.is/whois/cellphoneshield.info )। আর আমার জানা মতে 3 মাসের আগে কোন Website Page Rank পায় না। এখন check করি Daily Visitor এখানে http://compete.com গেলে সহজ check করা যায় এই Website এর কোন visit সর্ম্পকিত কোন data না, যেমন প্রখম আলোর Website এর Click This Link তাহলে কিভাবে এ Website এর Daily Income : $15.27 USD? এ রকম সকল Website এর information fake. Dolancer.com কাছ থেকে website lease নিয়ে যদি তাদের হাতে ছেড়ে দেন তা হলে Dolancer.com ও website leasing এর মালিকে daily 0.5% profit দিচ্ছে। এর মানে তারা monthly 15% এবং yearly 180% profit দিচ্ছে। মানে 1 লাখ টাকা দিয়ে website lease নিলে এক বছর পর তারা member কে 1 লাখ 80 হাজার টাকা দেবে। তারা এ টাকা কোথা হতে পাচ্ছে? আর member কে কোথা হতে দিচ্ছে? আমার জানা মতে বর্তমানে ব্যাংক গুলা সুদ দেয় সর্বচ্ছ yearly 12%. মজার ব্যাপার হচ্ছে এমন কোন ব্যবসা নাই, যেটা yearly 180% মত লাভ জনক। তাহলে বড় বড় company গুলা কি করছে! এ বিষয়ে পরে আমি বিস্তারিত বলছি। আমি তাদের কাছ থেকে একটা marketing catalog জোগাড় করেছি। সব থেকে ভয়ংকর ব্যাপার ওখানে website lease এর agreement paper যে screenshot দেয়া আছে তাতে আবার বলা হচ্ছে 0.05% তার মানে 10 গুন কম। মানে yearly profit দাড়াবে মাত্র 18%। এটা কি printing mistake নাকি মানুষকে বোকা বানিয়ে অধিক লাভের আশা দিয়ে invest করানো হচ্ছে।
Dolancer.com কিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে, সেটা বিস্তারিত বলছি। Dolancer.com প্রধান শক্তি হচ্ছে MLM। অধিক লাভের আশা দেখিয়ে সবাকে MLM মাধ্যমে member আনার প্রলভন দেখাচ্ছে। যদি কেউ member আনে তাহলে সে পাবে 10% আর 1:1 matching জন্য পাবে 10%। তাদের এই MLM কে বলে Binary মাধ্যম। কেউ যদি MLM মাধ্যমে 50 member এর network build করে, Binary MLM Calculation অনুযায়ী সেই member পাবে 35,000.00 টাকা আর matching জন্য 60,200.00 টাকা এক্ষত্রে Dolancer.com 254,800.00 টাকা হাতিয়ে নেবে। এবং সেটা last case। এর থেকে Dolancer.com বেশি খরচ হওয়া সম্ভব নয়। এখন চিন্তা করুণ Dolancer.com কত টাকা হাতিয়ে নিয়েছে!
Dolancer Outsourcing Inc USA Delaware state registered. আপনার যদি বাংলাদেশী passport থাকে তা হলে মাত্র $500 USD বা তার কিছু অধিক সংখ্যক টাকা দিযে online এ যেকোন USA এর Lawyer Company (http://www.bizfilings.com/) দারা এরকম company করতে পারবেন। আর বাংলাদেশে 50 থেকে 60 হাজার টাকার মত খরচ করলে একটি Limited company করা যায়।
Dolancer.com এর marketing catalog এ আর একটি জিনিস নজরে আসল। তাদের নাকি 40 million (চারকোটি website) আছে। আমার জানা মতে domain registration fee average $8-$20 ($7.34 USD for .com Verisign Fees). domain registration fee average yearly ধরি $8, তাহলে Dolancer এর শুধু মাত্র yearly domain registration খরচ: 320 million dollar, তাদের পার Website hosting fee ধরি per month $1 USD, yearly $12 USD, তাহলে yearly hosting বাবদ খরচ: 480 million dollar, এছাড়া development, maintenance, marketing আর অনেক খরছ আছে তা ধরি 400 million dollar ($10 USD per website), তাদের yearly খরচ minimum 1.2 billion dollar! আমার চিন্তা হচ্ছে তারা যখন এত টাকা খরচ করে এর সম পরিমান বা তার চেয়ে বেশি টাকা আয় করে! আমি অনেক Search করেছি তাদের কারো নাম billionaire এর খাতায় পায়নি। যে company এর yearly turnover billion dollar উপরে তাদের নাম তো সব জায়গায় থাকা উচিত।
কোথায় invest করার আগে ভালো করে চিন্তা করে বুঝে করা উচি। Dolancer.com অনেক company আমাদের দেশে আসতাছে আর আমাদের কে বোক বানিয়ে টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। পরিশ্রম না করে কখন টাকা আয় করা যায় না। আর যখন কেউ বিনা পরিশ্রমে অধিক লাভের প্রলভন দেখাবে বুঝবেন কোনা কোন ঘাবলা আছে।
সবাকেই এই ব্যপারে সচেতন করুণ।
সূত্র: http://www.somewhereinblog.net/blog/boundulablog/29496182
— bd24live.com সাইট থেকে নিম্নের আর্টিকলটি সংগ্রহ করা ।
Dolancer ও এর প্রতারনার গল্প !
আউটসোর্সিং বা ফ্রীলান্সিং কি?
আউটসোর্সিং বা ফ্রীলান্সিং বর্তমান সময়ে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক চালিকা শক্তির সবচেয়ে গুরুপ্তপূর্ণ ভিত্তি। বিশেষ করে যুব সমাজের কাছে যারা পড়াশুনার পাশাপাশি নিজের পকেট খরচটা চালাতে চান। একটা সময় দেখা যায় এই পেশায় তারা এমনভাবে জড়িয়ে পড়েন, যা কিনা তাদের ভবিষতের আয় উন্নতির স্থায়ী পথ হয়ে যায়।
আউটসোর্সিং ও ফ্রীলান্সিং শব্দ দুটি আমরা একই জিনিস বুঝলেও। অর্থগত দিক থেকে এদের পার্থক্য আছে বটে, সংক্ষিপ্তবাবে বলছি এদের অর্থগত পার্থক্য। আউটসোর্সিং (Outsourcing) মানে বাহিরের মাধ্যম থেকে কোন কাজ বা তথ্য নিজের কাছে নিয়ে আসা বা নিজের কাজ বা তথ্য অন্যের কাছে পাঠিয়ে দেয়া। এক্ষেত্রে শুধু ফ্রীলান্সিংকে একক ভাবে আউটসোর্সিং বলা চলে না। যেকোন বিষয় এর সাথে যুক্ত হতে পারে। এক্ষেত্রে স্থানীয়/নিজ দেশের কাজকে কিন্তু আউটসোসিং বলা চলে না।
আর ফ্রীলান্সিং (Freelancing) বলতে, মুক্ত বা স্বাধীনভাবে কাজ করার মাধ্যমকে বুঝায়। এক্ষেত্রে বলা চলে ফ্রীলান্সাররা কিন্তু কারো কাছে কুক্ষিগত নয়, এবং কখনও হতেও পারে না। ফ্রীলান্সাররা দেশ বিদেশের সকলের সাথে কাজ করে সম্পূর্ণ নিজের স্বাধীনতায়। কেউ তাকে বাধা বা কাজে বিঘ্নিত করতে পারে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে কেউ যদি নিজের চেষ্টায় না করে অন্য কোন ফ্রীলান্স দল/গ্রুপ আর আওতায় থেকে কাজ করে তবে তাকে মুক্ত বা স্বাধীন ফ্রীলান্সার বলা যাবে না। এক্ষেত্রে বলে রাখা ভাল, ফ্রীলান্স কি সম্পূর্ণ ফ্রী নিবন্ধন এর আওতায় পড়ে এবং বায়ারের কাজ গুলো ফ্রীলান্স কোম্পানী থেকে নিতে নগন্য পরিমান অর্থ প্রদান করতে হয়ে।
ডুলান্সার রিভিউ:
বাংলাদেশে সম্প্রতি নতুন আউটসোর্সং কোম্পানী হিসাবে “ডুলান্সার” এর সূচনা হয়েছে কয়েক মাস আগেই। শুরু থেকেই তারা ব্যাপক সারা জাগিয়েছে আমাদের দেশের উঠতি তরুণ তরুণীদের মধ্যে। স্বভাবতই খুশির খবর। আমাদের মত নিম্ন আয়ের দেশের মানুষদের জন্য এটা খুশির চেয়ে এক অংশেও কম নয়। তাই অল্প সময়ে ভাল বাজার দখল করে নেয়াটা অস্বাভাবিক কোন ব্যাপার না। আমাদের যুব সমাজও তাই নির্দ্বীধায় যোগদান করছেন তাদের কাতারে।
কিন্তু, কোন নতুন আবিস্কার নিয়ে স্বভাবই সবারই জানার ও দেখার খাকে। সেই হিসাবে “ডুলান্সার” নিয়েও তাই মাথা ব্যাথা সবার-ই। এই ব্যাথাগুলোকে কমাতে গিয়ে অনেকেই অনেক প্রশ্ন করে বসেছেন। তারা কি কাজ করান? তাদের লক্ষ কি? আরো অনেক কিছু। স্বভাবতই একজন ব্লগার কাম ফ্রীলান্সার হিসাবে তাই আমারো জানার উদ্দেশ্য নিয়ে ডুলান্সার ভ্রমন করা এবং সরাসরি ডুলান্সার এর কাজ করেন এমন কিছু মানুষের সাথে বলা বলা যারা অলরেডি ডুলান্সার থেকে আয় করছেন।
একটা আউসোর্সিং কোম্পানী কি এ্যাতোই সহজ? আমি সরাসরি “ডুলান্সার ইনক” কে দায়ী করবো না। কারন যারা এই সার্ভিসের মূল কেন্দ্র বিন্দুতে আছেন তারা হয়তো ভাল লক্ষ নিয়ে পরিচালনা করবেন বলে ধারনা করেছেন। কিন্তু, আমাদের দেশের জন্য শেয়ার বা লীজ নিয়েছেন তাদের মত মাথা মোটাদের কান্ড জ্ঞান আর কার্য পরিচালনা দেখলে ভারতীয় কোন “গঙ্গাজল” এর মত গঙ্গাজল দিয়ে গোসল করাতে পারলেও রাগ মিটবে না।Lসব কিছুকে দেখে শুনে এবং কথা বলে আমার “ডুলান্সার” সম্পর্কে ধারনাই পাল্টে গেল। এ কেমন ফ্রীলান্স আউটসোর্সিং !!!!
কত বড় ধান্ধাবাজি করার লক্ষ্য থাকলে মানুষের মাথা মোটা হয়ে পড়ে তা এখন আর অজানা নেই। উপরের ছবিটা দেখে কিছু বিষল খেয়াল করুন-
১। সাইটে ১২ বছর সাফল্যের লগো লাগিয়েছেন! ডোমেইন নাড়ি-নক্ষত্রের লিংক http://who.godaddy.com/whois.aspx?domain=dolancer.com&prog_id=GoDaddy
২। তারা বলছেন যে তারা নাকি পৃথিবীর সর্ববৃহত আউটসোর্সিং এবং চুক্তি যুক্ত কোম্পানী, “The world’s largest outsourcing & Website leasing marketplace!”.
৩। এতা বড় মিথ্যা কথা কিভাবে বলেন? আপনারা যদি সত্যিই বড় হতেন তাহলে আপনাদের প্রমান কই। সবচেয়ে বড় বোকামী হচ্ছে আপনাদের সাইট থেকেই তো বলা হয়ে যে এখনো কোন প্রজেক্ট শেষই হয় নাই। সাথে এও বলে দিছেন কেমন মাত্র ১৫টা প্রজেক্ট বয়েছে আপনাদের হাতে। তাহলে এটা কত বড় নেটওয়ার্ক বলবেন কি?
৪। এর পাশেই আবার কোটেশন করেছেন “The unreal is more powerful than the real, because nothing is as perfect as you can imagine it. because its only intangible ideas, concepts, beliefs, fantasies that last. stone crumbles. wood rots. people, well, they die. but things as fragile as a thought, a dream, a legend, they can go on and on.”
প্রতিটি লাইনে syntax ভুল আছে। আপনারা যদি কেউ ভুল গুলো বুঝতে পারেন তবে চুপ থাকলেই ভাল। কারন প্রতিটি লাইনের যদি ভুল ধরি তাহলে বেশি বলা হয়ে যাবে। কিন্তু আমি শুধু প্রথম লাইনের কথা বলবো। আসলেই আপনারা প্রমান করতে গিয়েই ধরা পড়তে চলেছেন যে, “The unreal is more powerful than the real, because nothing is as perfect as you can imagine it”.
আউটসোর্সিং-এর বিষয়ে যাঁরা খোঁজখবর রাখেন তাঁরা আশা করি Dolancer-এর নাম শুনেছেন। দেশের ছোট-বড় শহর থেকে শুরু করে গঞ্জে-গ্রামেও পৌঁছে গেছে এরা। আপনার ভাই-বন্ধু কেউ না কেউ নিশ্চয়ই Dolancer থেকে টাকা কামাচ্ছেন, আর আপনাকে বারবার তাগিদ দিচ্ছেন একটা একাউন্ট খোলার জন্যে। এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে সাবধান করে দিচ্ছি। ডুল্যান্সারে চলছে বড় ধরণের প্রতারণা। আবার বলছি, ডুল্যান্সারে প্রতারণা চলছে! এর মাধ্যমে কেউ কেউ হয়তো টু-পাইস কামাচ্ছেন, কিন্তু সেটা কেমন আর কতোটা সন্তোষজনক আপনি জানেন? কতজন বিমুখ হয়েছে সে খবর কে রাখে! আপনাকে খুলে বলি চলুন।
সদস্য ফিঃ
এরা নিজেদের পরিচয় ফ্রিল্যান্সিং সাইট হিসেবে। দুনিয়ার সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং সাইটগুলো হল oDesk.com, Freelancer.com, Guru.com, eLance.com ইত্যাদি। আপনি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসুন, এই সাইটগুলোর কোনটাতেই সদস্য হতে টাকা লাগে না। অথচ এই Dolancer-এ সদস্য হতে আপনাকে দিতে হবে ১০০ ডলার, যার ১০ ডলার সদস্য হওয়ার সময় আর বাকি ৯০ ডলার তিন মাসে সমান কিস্তিতে। এই লাইনটি মনে রাখুন।
বয়স ১২ বছরঃ
ডাহা একটা মিথ্যা কথা। এই সাইটের ডোমেইন কেনা হয়েছে GoDaddy থেকে, রেজিস্ট্রেশন করা হয়েছে ২০ ফেব্রুয়ারি ২০১১ তারিখে। হালনাগাদ করা হয়েছে গত ২৭ সেপ্টেম্বর তারিখে। হোস্টিং কেনা হয়েছে SoftLayer নামক সস্তা একটি প্রতিষ্ঠান থেকে। ডোমেইন নাড়ি-নক্ষত্রের লিংকhttp://who.godaddy.com/whois.aspx?domain=dolancer.com&prog_id=GoDaddy
এটি আমেরিকান কোম্পানিঃ
আবার মিথ্যাচার। এই কোম্পানির জন্ম হয়েছে ঢাকার মিরপুরের জনৈক ব্যক্তির ঔরসে। তবে ইনি সম্ভবত আমেরিকায় থাকেন। আরেকটা বিষয় ভাবুন, সদস্য ফি ১০০ ডলার। অথচ সেটা নেওয়া হয় বাংলাদেশি টাকায় ৭০০০ টাকা। ইউএস ডলাদের বর্তমান বাজার দর ৭৪-৭৫ টাকা, সেই হিসেবে ১০০ ডলার হওয়ার কথা ৭৪০০-৭৫০০ টাকা! বাকি টাকা কি সাহেব তার পকেট থেকে দেন? আরেকটা বিষয়, এই সাইটের ৯৯.১% ভিজিটর বাংলাদেশ থেকে! নিচের ছবিটা দেখুন বাংলাদেশ এ এর র্যাংক কত?
রোকন ইউ আহাম্মদ বাংলাদেশি এজেন্টঃ
এই ব্যক্তির কথাই বলছিলাম। ইনিই মিরপুরের কৃতি সন্তান। ডুল্যান্সাররা দাবী করেন রোকন সাহেব এই ডুল্যান্সারের বাংলাদেশ অফিসের প্রধান। ইনি কি আমেরিকা থেকে বাংলাদেশ অফিস চালান? রোকন সাহেবের অস্তিত্বের ব্যাপার বলি। এই ডুল্যান্সারের ফেইসবুক ফ্যানপেইজে যান (http://www.facebook.com/dolancerinc) পেইজের বাম দিকে নিচে দেখবেন Likes-এর নিচে Rokon U. Ahammed. এটার অর্থ আশা করি জানেন। রোকন ইউ আহাম্মেদ-এর একটি ফ্যানপেইজ আছে, আর ডুল্যান্সার ফ্যান পেইজের এডমিনের একমাত্র পছন্দ রোকন সাহেবের ফ্যান পেইজই! কতোটা আপন সম্পর্ক ভাবুন! ব্যক্তিগত ইচ্ছে থাকলে রোকন ইউ আহাম্মেদ সম্পর্কে খোঁজ নিতে পারেন।
আয়-রোজগারঃ
আপনাকে দৈনিক ১০০টি (সম্ভবত) লিংক/এড দেওয়া হবে। আপনি সেই লিংকগুলোতে ক্লিক করবেন। প্রত্যেক ক্লিকে পাবেন ১ সেন্ট, ১০০ ক্লিকে ১ ডলার। সেই হিসেবে মাসে ৩০ ডলার, সেটা দিয়ে আপনি আপনার এক মাসের কিস্তি শোধ করবেন। ৩ কিস্তি শোধ করার পর আপনি নিজের পকেটে টাকা তুলতে পারবেন। থাকবে আপনার ধৈর্য? এই পিটিসি’র কাজই যদি করতে চান, অন্য কোনও বিশ্বস্ত সাইটে গিয়ে করুন। আজ থেকেই আপনার পকেটে টাকা আসা শুরু হবে।
সাইটের কাজের পরিসংখানঃ
এটি হচ্ছে The world’s largest outsourcing & Website leasing marketplace! অথচ এখন পর্যন্ত তাদের সদস্য সংখ্যা ৪৫২৬৮, প্রোজেক্ট আছে ৩১টি আর এখান থেকে সম্পন্ন হওয়া প্রোজেক্টের সংখ্যা শূন্য (জ্বি, ঠিকই দেখেছেন!)। সদস্যরা মোট আয় করেছেন ৫৯৮১০৫.৫০ ডলার, এই অংকটা অবশ্য খারাপ না!
সাইটের অবস্থাঃ
Freelancer.com-এর সাথে যাঁরা পরিচিত তাদের কাছে Dolancer-এর চেহারাটা চেনা মনে হবে! যখন ডুল্যান্সার জন্ম নেয়, তখন Freelancer.com-এর ঠিক এরকমই চেহারা ছিল। শুধু রঙের একটু তারতম্য!
এই সাইট কোড-ইগনিটার পিএইচপি ফ্রেমওয়ার্কে করা হয়েছে। যাঁরা জানেন, তাঁরা ঘটনা আঁচ করেছেন। সাইটের SQL ইনজেক্ট করা যায়! কয়েকটি লিংক দেখলে কিছুটা বুঝতে পারবেন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined variable: pName
Filename: project/viewAllProjects.php
Line Number: 20
লিংক পাঁচঃ http://dolancer.com/?keyword=&c=search&category=&group1=Providers এটা হচ্ছে সাইট সার্চের অবস্থা!
লিংক সাতঃ http://dolancer.com/index.php/about লিংকের পুরোটা খেয়াল করুন, একটা সাইটের লিংক কখনো এরকম হয়?
বড় গলার গল্পঃ
আমি একজনকে এই কথাগুলো বলেছিলাম। উত্তরে তিনি আমাকে অনেকগুলো নীতিকথা শুনিয়েছিলেন। আমি যেন মন থেকে এইসব চিন্তা বের করে ফেলি, এর মাধ্যমে বেকার সমস্যা দূর হচ্ছে, এসব বলাতে তাঁর কোনও স্বার্থ নেই ইত্যাদি ইত্যাদি। আপনিও হয়তো এমন কথা বহুবার শুনেছেন। এটা জানেন নিশ্চয়ই এই Dolancer-এর কারো রেফারেন্স ছাড়া সদস্য হওয়া যায় না। পুরো এমএলএম, স্বার্থ কোথায় বুঝছেন?
অনেক কিছু বলে ফেললাম। এরপর আপনি কি করবেন সেই সিদ্ধান্ত নিবেন আপনি। আউটসোর্সিং যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে নিরাপদ ও বিশ্বস্ত পথে আসুন। আপনাদের সবার জন্যে নিরন্তর শুভকামনা।
লেখার সাহায্যগুলো বিভিন্ন ব্লগ এবং ফেইসবুক থেকে নেয়া হয়েছে। এজন্য ধন্যবাদ নাজমুল আহসান কে…
সূত্রঃ টেক পৃথিবী
সূত্রঃ টেক পৃথিবী
1 মন্তব্য(গুলি):
thanks vai, ai important information gula provide korar jonno...
একটি মন্তব্য পোস্ট করুন
Thx